DELHI GRUESOME MURDER

সঙ্গীকে বাইশবার ছুরি চালিয়ে খুন,
ভয়াবহ ঘটনা দিল্লিতে

জাতীয়

DELHI GRUESOME MURDER হত্যাকাণ্ডের ছবি সোশাল মিডিয়া থেকে।

সঙ্গীকে নৃশংস খুনের আরেক ঘটনার সাক্ষী থাকল দেশ। উত্তর পশ্চিম দিল্লির রোহিনী এলাকায় এক যুবক তাঁর সঙ্গীকে হত্যা করেছে দেহে অন্তত বাইশবার ছুরি চালিয়ে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে হু-হু করে।

নির্ম হত্যার দৃশ্য উদ্বেগ ছড়াচ্ছে আরেক কারণেও। শাহবাদ ডেয়ারির জেজে কলোনি এলাকায় একেবারে পাশ দিয়ে চলাচল করছেন একাধিক পথচারী। ঘাড় ঘুরিয়ে রাস্তায় হত্যাকাণ্ড দেখছেন। কিন্তু বাধা দেওয়ার কোনও চেষ্টাই দেখা যাচ্ছেনা অন্তত ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে।

 

পুলিশ জানিয়েছে ছুরি চালিয়ে কিশোরীকে হত্যার দায়ে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে সাহিল নামে যুবককে ধরা হয়েছে। পেশায় এসি মেশিনের টেকনিশিয়ানের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল। শনিবার দু’জনের মধ্যে ঝগড়া হয়। সোমবার কিশোরী তার এক বন্ধুর বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল। পথ আটকায় সাহিল। শুরু হয় ছুরির আঘাত। কিশোরী ছিটকে পড়ে রাস্তায়। তারপরও ছুরির আঘাত বন্ধ হয়নি। নিস্পন্দ দেহের ওপর একের পর এক আঘাত চলতে থাকে। 

দিল্লির ভয়ঙ্কর ঘটনা নিয়ে কেন্দ্রের সরকার নিযুক্ত উপরাজ্যপালকে দায়ী করেছেন দিল্লির ‘আপ’ সরকারের মুখ্যমন্ত্রী অরবনিন্দ কেজরিওয়াল। দিল্লির পুলিশ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেজরিওয়াল চিঠি দিয়ে উপরাজ্যপাল বিকে সাক্সেনাকে বেড়ে চলা অপরাধ দমনে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন। আম আদমি পার্টির নেতারা বলেছেন, বিরোধী সরকারের কাজে বাদা দিতে মনোযোগী উপরাজ্যপাল। দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে তিনি অমনোযোগী হয়ে পড়ছেন। 

সঙ্গী বা বন্ধুকে হত্যার একের পর এক ঘটনায় সামাজিক স্তরে উদ্বেগ বাড়ছে। এই নৃশংসতার উৎস কী, দাগী অপরাধীর মতে বেপরোয়া হত্যাকাণ্ড কেন- সামাজিক বিভিন্ন স্তর আলোড়িত হচ্ছে এমন প্রশ্নে।  একাংশ আবার ঘটনার মধ্যে ধর্ম খুঁজতে নেমে পড়েছে। তার প্রতিবাদও করছেন বিভিন্ন জনই। 

Comments :0

Login to leave a comment