HS STUDENT DIED

পরীক্ষা শুরুর মুখে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

জেলা

কৃতী ছাত্রী বরাবরের। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীও। সেই মঞ্জিষ্ঠা ভাদুরির অস্বাভাবিক মৃত্যুতে শোক নেমে এসেছে জলপাইগুড়িতে।  

জলপাইগুড়ি শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল মঞ্জিষ্ঠা। সোমবার দুপুরে বাথরুমে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। 

লপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাড়ি মঞ্জিষ্ঠার। পড়াশোনার পাশাপাশি নাচ, গান ও আঁকায় পারদর্শী ছিল সে। উচ্চমাধ্যমিক বোর্ডের জলপাইগুড়ি জেলা যুগ্ম কনভেনার অঞ্জন দাস বলেন, কৃতী ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই ঘটনা ভাষায় প্রকাশ করা‌র মতো নয়। 

মঙ্গলবার রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী জলপাইগুড়ি জেলার ২৩ হাজার ৬৭৪। তার মধ্যে ছাত্র ৯২৬৫ ও ছাত্রী ১৪ হাজার ৪০৯। মূল পরীক্ষা কেন্দ্র ১৭টি। সেগুলির অধীনে রয়েছে ৭৪ টি সেন্টার। রয়েছে সিসি ক্যামেরা। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র গুলিতে পুলিশের নিরাপত্তা ছিল।

মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় অসুস্থ হয়েছে মোট চারজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

Comments :0

Login to leave a comment