Helicopter Crashes

মহড়ার সময় অরুণাচলে সেনা হেলিকপ্টার ভেঙে ২ পাইলটের মৃত্যু

জাতীয়

Helicopter Crashes


অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার। মৃত্যু হলো দুই পাইলটের। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ জেলায় মাণ্ডালার পাহাড়ের কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তারপর পাইলটদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে পাইলট লেফটেন্যান্ট কর্ণেল ভিভিবি রেড্ডি এবং সহকারী পাইলট মেজর জয়নাথ এ নিখোঁজ বলে জানায় সেনাবাহিনী। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে। এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই হেলিকপ্টারের। ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিহত হয়েছেন। কপ্টারের ভগ্নাবশেষ উদ্ধার করছে ভারতীয় সেনা। 
যদিও কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। সেনা সূত্রে খবর, রুটিন উড়ানের সময় দুর্ঘটনা ঘটেছে।


সেনার রিপোর্টে জানা গেছে, হেলিকপ্টারে ২জন চালক ছিলেন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যেই স্থনে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি অত্যান্ত দুর্গম এলাকা।

Comments :0

Login to leave a comment