ISRAEL IRAN INDIA

ইরান: সংঘাতের মাঝে পড়া জাহাজে একাধিক ভারতীয়

আন্তর্জাতিক

হেলিকপ্টার থেকে জাহাজ দখল।

হরমুজ প্রণালিতে জাহাজ দখল ঘিরে ইজরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক আরও তপ্ত হলো। জাহাজ দখলে ইরানকে দায়ী করেছে ইজরায়েল। পালটা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছে। 
জাহাজটিতে কর্মীদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে কথা চালাচ্ছে ভারত। 
ইরান এবং ইজরায়েলের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। শনিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। দেখা যায় কমান্ডোবাহিনী হেলিকপ্টার থেকে জাহাজে টহলদারি চালাচ্ছে। তবে ভিডিও সত্যতা পরীক্ষা করা যায়নি। 
জাহাজটি লন্ডনের একটি সংস্থার। এই সংস্থা আবার ইজরায়েলের বিলিওনেয়ার ইয়েল ওফেরের। শুক্রবার জাহাজটি দুবাইয়ের থেকে হরমুজ প্রণালির দিকে যাওয়ার সময় যোগাযোগ হারিয়ে গিয়েছিল।  
ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ইরনা’ জাহাজটিকে ইরানের জলভাগে এনেছে তাদের সেনা। 
গাজা সংঘাতের বৃহত্তর চেহারা নেবে, যুদ্ধবিরতির পক্ষে বিভিন্ন অংশ এই আশঙ্কা বারবারই জানিয়েছে। সম্প্রতি ইজরায়েল হামলা চালায় সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে। নিহত হয় ইরানের সেনা ইসলামিক রেভলিউশনারি গার্ডের দুই জেনারেল সহ সাত সদস্য। তারপরই ইরান বদলা নেওয়ার ঘোষণা করে।

Comments :0

Login to leave a comment