JALPESH MELA

জল্পেশ মেলা জমজমাট,
চলছে বুক স্টলও

জেলা

JALPESH MELA গত শনিবার উদ্বোধনের দিন জল্পেশ মেলার বুকস্টলে ভিড়।

উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ববৃহৎ ঐতিহ্যবাহী জল্পেশ মেলা শুরু হয়েছে। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেলা প্রাঙ্গণে মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র-পত্রিকা বিক্রয় কেন্দ্রও চালু রয়েছে। এই বুক স্টলের উদ্বোধন করেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক কমরেড সলিল আচার্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পার্টির বর্ষীয়ান নেতৃত্ব বিজয়বন্ধু মজুমদার, পার্টি নেতা জ্যোতিপ্রকাশ ঘোষ সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ।

উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ববৃহৎ ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। দশদিন ধরে সরকারিভাবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। প্রতিবছর দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ এখানে আসেন। উত্তরবঙ্গের বাইরে থেকেও আসেন মানুষ। 

গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে সেভাবে মেলা হয়নি। তবে গত বছর মেলা মোটামুটি ভালো হয়েছে। এবারও মেলা জমজমাট হবে বলেই আশাবাদী জেলা পরিষদ। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, এমনকি পার্শ্ববর্তী বিহার, ঝাড়খন্ড, আসাম, সিকিম ও পার্শ্ববর্তী দেশ ভুটান, নেপাল থেকেও বহু মানুষ আসেন।

Comments :0

Login to leave a comment