দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি
জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ জেলার সবচেয়ে পুরোনো ঐতিহ্যবাহী গির্জা। এখন থেকেই এই চার্চ সেজে উঠছে বড়দিনের জন্য। ১৭ ডিসেম্বর থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন পালন শুরু হয়ে গেছে চার্চে।
ব্রিটিশ শাসনে এই গির্জা স্থাপন হওয়ায় সেই সময় ভারতীয়দের এখানে ছিল প্রবেশ নিষিদ্ধ ছিল। তখন জলপাইগুড়ি জেলাজুড়ে চা বাগানের পত্তন করছে ব্রিটিশরা। তাদের প্রার্থনা করার জন্য ১৮৬৮ সালে তিস্তা করলা মিলন স্থলের কিছুটা আগে দুই নদীর মাঝে তৈরি করা হয় মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চটি। প্রার্থনা কক্ষের জানালায় লাগানো হয় বেলজিয়াম কাচ। যার ওপর সূর্যের আলো পড়লেই ফুটে উঠত যীশুর ক্রুশবিদ্ধ ছবি। চার্চের মাথায় লাগানো হয় বিশাল ঘন্টা।
তারপর অনেক সময় বয়ে গিয়েছে। তবে নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই চার্চ। তৈরির পর থেকে আজও প্রতিদিন একইভাবে বেজে ওঠে এই গির্জার ঘন্টা। বড়দিনের আগে এই চার্চ নতুন করে সাজানো শুরু হয়েছে। গির্জার দেওয়ালে লাগানো হচ্ছে নতুন রঙ। আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে।
Comments :0