Mohun Bagan

চেন্নাইয়ে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

খেলা

চেন্নাইয়ে ২ পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। খেলার ফল গোলশূন্য। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা মিলল সেই একই ছবির। মাঝমাঠ কেন্দ্রিক খেলা হওয়ায় কোনো সৌন্দর্য ছিলনা ম্যাচে। একেবারে শেষের দিকে মলিনা লিস্টন, মানভীর, সাহাল, কামিংস ও ম্যাকলারেনকে নামালেও গোল এলোনা। ম্যাচ ড্র করেও ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো মোহনবাগান।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন