মঙ্গলবার (২১ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলা ও সামরিক হামলায় এক শিশুসহ অন্তত ১০ প্যালেস্তিনীয় নিহত। ইজরায়েলি দখলদার বাহিনী (আইওএফ) অভিযানের নাম দিয়েছে ‘আয়রন ওয়াল’।
ইজরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত কয়েকদিন ধরে চলা এই অভিযানের লক্ষ্য হচ্ছে অধিকৃত পশ্চিম তীরে ‘আইওএফের কর্মের স্বাধীনতা রক্ষা করা’, প্রতিরোধ যোদ্ধাদের পরিকাঠামো নিষ্ক্রিয় করা এবং ‘আসন্ন হুমকি’ নির্মূল করা।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু তার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে সরকার থেকে পদত্যাগ না করতে রাজি করানোর জন্য ‘অপারেশন আয়রন ওয়াল’ চালুর সিদ্ধান্ত নিয়েছেন। স্মোট্রিচ গাজার একটি যুদ্ধবিরতি চুক্তি আটকানোর চেষ্টা করেছিলেন এবং এটি পৌঁছানোর পরে ইজরায়েলের পরাজয় হিসেবে বিবেচনা করে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, বাইবেলের পশ্চিম তীরের নাম ‘জুডিয়া ও সামারিয়া’য় নিরাপত্তা জোরদার করতেই এই অভিযান।
এদিকে, ইজরায়েলি হামলায় নেতৃত্ব দেওয়ার জন্য প্যালেস্তিনীয়ান কর্তৃপক্ষ (পিএ) তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতির অংশ হিসেবে জেনিনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও ইজরায়েলি আগ্রাসনের আগেই তারা পিছু হটে বলে অভিযোগ উঠেছে। হামাস এবং ইসলামিক জিহাদসহ প্রতিরোধ গোষ্ঠীগুলি ইজরায়েলের সাথে সমন্বয় করে জেনিনের উপর অবরোধ কঠোর করার জন্য পিএ’র নিন্দা করেছে, হামাস বলেছে যে এর ক্রিয়াকলাপ ‘সমস্ত নৈতিক ও জাতীয় লাল সতরকতা ছাড়িয়ে গেছে।
প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার নিহতরা হলেন- খলিল আল-সাদি (৩৫), খালাফ জামহাভি (২৬), হুসেইন আবু আল-হায়জা (৩৮), ইউসেফ আবু আওয়াদ (৪২), মুতাজ আবু তাবিখ (১৬ বছর), আহমদ আল-শায়েব (৪৩), আমিন আল-আসমার (৫৭), রায়েদ আবু এস-সাবা (৫৩), আবদুল ওয়াহাব আল-সাদি (৫৩) এবং মাহমুদ জারাদাত (২৯)।
World
জেনিনে ভয়াবহ ‘আয়রন ওয়াল’ অভিযান শুরু ইজরায়েলের
×
Comments :0