MOHUN BAGAN

ইউনাইটেড স্পোর্টসকে ২ গোলে হারাল মোহনবাগান

খেলা

বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে জয় পেলো মোহনবাগান। রিলায়েন্স ফাউন্ডেশন লীগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারাল সবুজ মেরুন। খেলার ফল ২ -০ ।

 

প্রথমার্ধের ম্যাচের ২৬ মিনিটে টাইসনের সেন্টারটি ইউনাইটেড স্পোর্টস খেলোয়াড়ের গায়ে লেগে ডিফ্লেকশন হয়ে গোলে ঢুকে যায়। সেই গোলের সুবাদেই এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষের দিকে হেড গোল করে ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোল করেন পাসাং দর্জি। দ্বিতীয়ার্ধে কোনো গোল আসেনি। ম্যাচে দারুণ পারফর্ম করলেন মোহনবাগান ডিফেন্ডার সাহিল । পরবর্তী ম্যাচ ২৬ তারিখে মোহনবাগান খেলবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। ২৯ তারিখে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নামবে মোহনবাগান।

Comments :0

Login to leave a comment