বলিউড তারকা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনাটি ‘ভুয়ো’! বিতর্কিত শ্লেষ মহারাষ্ট্রের বিজেপি নেতা এবং বন্দর মন্ত্রী নীতেশ রানের।
তিনি সইফকে অভিযুক্ত করেন- যাকে তিনি ‘‘আবর্জনা’’ হিসাবেও উল্লেখ করেন- ‘‘হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় নাচছিলেন’’ এবং বলেন, ‘‘আমার তো সন্দেহ হচ্ছে যে আদৌ তাকে ছুরিকাঘাত করা হয়েছে কিনা ... নাকি তিনি অভিনয় করছেন’’।
তিনি বলেন, ‘দেখুন মুম্বাইয়ে বাংলাদেশিরা কী করছে। সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে তারা। আগে তারা রাস্তার মোড়ে দাঁড়াত ... এখন তারা ঘরে ঘরে ঢুকতে শুরু করেছে। হয়তো উনি (হামলাকারী) তাকে (সইফকে) নিয়ে যেতে এসেছিল। এটা ভাল। আবর্জনা সরিয়ে ফেলাই দরকার,’’ বলেন বিজেপি নেতা।
‘‘আমি দেখেছি যখন ও হাসপাতাল থেকে বের হচ্ছিল। ওকে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি ও অভিনয় করছে তা নিয়ে আমার সন্দেহ ছিল। হাঁটতে হাঁটতে নাচ্ছিল ও,’’ বলেন রানে।
এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ এবং সুপ্রিয়া সুলেকে আক্রমণ করে রানে অভিযোগ করেন, ‘‘যখনই শাহরুখ খান বা সইফ আলি খানের মতো কোনও খান আহত হন, তখনই তাঁরা উদ্বেগ প্রকাশ করেন’’।
‘‘... এরপর সবাই এ নিয়ে কথা বলতে শুরু করে। সুশান্ত সিং রাজপুতের মতো হিন্দু অভিনেতাকে যখন নির্যাতন করা হয়, তখন কেউ কিছু বলতে এগিয়ে আসে না। যে মুম্ব্রার জিতুদ্দিন (আওহাদের বিরুদ্ধে একটা কুরুচিকর শ্লেষ) এবং বারামতির তাই ( সুলে) কিছু বলতে এগিয়ে আসেনি ...’’
‘‘আপনারা কি কখনও তাদের কোনও হিন্দু শিল্পীকে নিয়ে উদ্বিগ্ন হতে দেখেছেন?’’
এই বিষয় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘‘আমি জানি না উনি কী বলেছেন... তবে তাঁর মনে কিছু থাকলে তিনি স্বরাষ্ট্র দপ্তরকে জানাতে পারেন’’।
Saif Ali Khan
সইফকে সাম্প্রদায়িক কটুক্তি মহারাষ্ট্রের মন্ত্রীর
×
Comments :0