isl match

যুবভারতীতে জয়ে ফিরল লাল হলুদ

খেলা

যুবভারতীতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। খেলার ফল ইস্টবেঙ্গল ২- কেরালা ব্লাস্টারস ১। ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে বিষ্ণুর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একটি প্রতিআক্রমণে প্রতিপক্ষ ফুটবলারকে গতিতে পরাস্ত করে এগিয়ে আসা গোলরক্ষকের উপর দিয়ে ছোট্ট লবে বল জালে জড়ান বিষ্ণু। প্রথমার্ধে ১ গোলেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে কেরালা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আসছিল না গোল। ম্যাচের ৭২ মিনিটে কর্নার থেকে হেড করে দলের হয়ে ব্যাবধান বাড়ান হিজাজি মাহের। ম্যাচের ৮৪ মিনিটে লাল হলুদ রক্ষণের ভুলে দানিশ ফারুকের দুর্দান্ত ভলিটি জালে জড়িয়ে যায়। ব্যবধান কমালেও শেষ হাসি অবশ্যই হাসল ইস্টবেঙ্গল। হারতে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই জয় অবশ্যই কিছুটা স্বস্তি দেবে। ম্যাচ জিতে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানেই রইল ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment