Bally Bridge

বন্ধ বালি ব্রিজ, বিকল্প ব্যবস্থাতে দুর্ভোগ কমেছে কিছুটা

রাজ্য

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। ওইদিন সকাল থেকেই নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছিল। পরে মেরামতির কাজের জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগ ঠেকাতে প্রশাসন আপাতত কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। প্রশাসনের তরফে,বালি হল্টে টিকিট কাউন্টারের কাছে একটি পাঁচিল ভেঙে দিয়ে নিত্যযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিবেকানন্দ সেতু (বালি ব্রিজ) দিয়ে দক্ষিণেশ্বর গামী বাস সহ চার চাকার যানবাহন যেতে দেওয়া হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বালিগামী দিকে, কেবলমাত্র অটো বাইক এবং তিন চাকার ছোট গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বালিগামী বাস এবং চার চাকার অন্যান্য যানবাহন যাওয়ার ব্যবস্থা করা হয়েছে নিবেদিতা সেতু দিয়ে।  এই ব্যবস্থাগুলি নেওয়ার ফলে আপাতত নিত্যযাত্রীদের হয়রান অবস্থা খানিকটা কমেছে। বালি হল্টে নেমে দক্ষিণেশ্বরগামী বাস ধরা সম্ভব হচ্ছে। অপরদিকে মেট্রো থেকে নামার পর নিবেদিতা সেতুগামী ধরতে দক্ষিণেশ্বর স্টেশনের দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে বরানগরের  সবেদা বাগান মোড় স্টপেজে দাঁড়াতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Comments :0

Login to leave a comment