আর জি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৭ জানুয়ারি মামলার শুনানি হবে।
২০ জানুয়ারি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে খুন ও ধর্ষণের ঘটনায় আজীবন কারাদণ্ডের সাজা শোনায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য। রাজ্যের পক্ষ থেকে সঞ্জয়ের ফাঁসি চেয়ে করা হয় আবেদন। পাল্টা রাজ্যের মামলার গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী।
তাঁদের বক্তব্য, সঞ্জয় রায়, সিবিআই এবং নির্যাতিতার পরিবার শিয়ালদহ আদালতের রায়ের ভিত্তিতে মামলা করতে পারে হাইকোর্টে। এদিন রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয় যে নির্যাতিতার পরিবারের সঙ্গে সরকারের কোন প্রতিনিধির এই নিয়ে কোন কথা হয়েছে কি না? রাজ্য জানায় যে কোন কথা হয়নি। নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁরা সঞ্জয় রায়ের পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের এবং প্রমান লোপাটের ঘটনার সাথেও যারা যুক্ত তাদেরও শাস্তি চাইছে।
আর জি কর মামলার রায় নিম্ন আদালতের সামনে আসার পর সিবিআই এবং রাজ্য সরকার গোটা বিষয়টাকে ফাঁসি হবে কি হবে না সেই দিকে ঘুরিয়ে দিতে চাইছে বলে মনে করছেন আন্দোলনকারিরা। সঞ্জয় রায় নিজে একাধিক বার আদালতে দাবি করেছেন যে তিনি নির্দোষ। নির্যাতীতার পরিবারও সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয়ের সাথে যারা যুক্ত, প্রমান লোপাটের সাথে যারা যুক্ত তাদের সবার শাস্তির দাবি তুলেছেন পরিবার এবং আন্দোলনকারিরা।
উল্লেখ্য আর জি কর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এখনও পর্যন্ত ফরেন্সিক টেস্টের রিপোর্ট সামনে আনেনি। যা নিয়ে মানুষের মধ্যে আরও সন্দেহ তৈরি করছে। গতকাল মৌলালী যুব কেন্দ্রে কনভেনশনে মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘এই আন্দোলনে মানুষ রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। তার মানে তারা যাদের বিরুদ্ধে নামলেন, তার বা তাদের প্রতি মানুষের কোন আস্থা নেই। ওরা যেটা হওয়াতে চাইছে তা গোটা রাজ্যের মানুষ মানতে চাইছে না।’’
RG KAR CBI
সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে সিবিআই
×
Comments :0