দিল্লি,উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ফিইটজি। কেন্দ্রীয় জেইই পরীক্ষার জন্য এই কোচিং সেন্টার কাজ করতো। বিভিন্ন রাজ্যে ছিল তাদের শাখা। কয়েক হাজার ছাত্র ছাত্রী এই কোচিং সংস্থার সাথে যুক্ত ছিল। হঠাৎ করে কোচিং বন্ধ করে দেওয়ায় কয়েকহাজারছাত্রছাত্রীভবিষ্যৎএখনঅনিশ্চয়তারমধ্যে। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ক্ষতি হলো বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।
জানা যাচ্ছে এইপরিস্থিতিহওয়ারপ্রধানকারণশিক্ষাক্ষেত্রথেকেবিপুলআর্থিকমুলাফারজন্যক্রমাগতকোর্সেরদামবৃদ্ধিকরা।বিভিন্নশাখাগুলোরঅনেকশিক্ষকদেরকয়েকমাসেরবেতনদেওয়াহয়নি বলেও জানা যাচ্ছে।
বেতন না পাওয়ার ফলে শিক্ষকরা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি ফিইটজি (ফোরাম ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিল। উল্লেখ্য এই সংস্থা একটিসামান্যইঞ্জিনিয়ারিংএর কোর্সের জন্য পড়ুয়াদের থেকে কয়েক লক্ষ্য টাকা নেওয়া হতো।
অভিভাবকদের দাবি তাদের থেকে ভর্তির সময়ই বিপুল পরিমানে টাকা নেওয়া হয়েছে। কিন্তু সংস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে টাকা ফেরত দেওয়ার কোন কথা তাদের এখনও বলা হয়নি।
Comments :0