দীর্ঘদিন ধরে বিল বকেয়া বারবার আন্দোলন করেও লাভ হয়নি। মেলা, খেলা, উৎসব সরকারি অর্থে সবই চললেও শারদীয়া উৎসবের আগে মাথায় হাত পানীয় জলের পরিসেবা দেওয়া পিএইচপি কন্ট্রাক্টারদের। জল জীবন মিশন থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অর্থ না মেলায় উৎসবের আগে সংকটে তাঁরা। তার ওপর সোমবার দফতরের এক কন্ট্রাক্টরের মৃত্যু খবরে শোকাহত জলপাইগুড়ি জেলার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের ঠিকাদাররা।
জানা গেছে অন্য ঠিকাদারদের মতো জলপাইগুড়ি তেলিপাড়ার বাসীন্দা ৭৪ বছর বয়সী প্রদুৎ ভৌমিকের ও বহু টাকা বকেয়া ছিল পি এইচ ই দপ্তরে। রাজ্যে সরকারের কাজ করে লক্ষ লক্ষ টাকা বকেয়া, চিকিৎসার খরচ যোগাতে না পেরে সোমবার ভোরে মৃত্যু হয় ওই পিএইচই দফতরের ঠিকাদারের, মৃত্যু সংবাদ শুনে শোকের ছায়া পরিবার সহ সহকর্মীদের মধ্যে।
উল্লেখ্য দীর্ঘ ১৪ মাস থেকে পাওয়া যায়নি প্রাপ্য টাকা, যা নিয়ে তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভে সোচ্চার হয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সোমবারও চলছিলো সেই বিক্ষোভ কর্মসূচি। এরই মধ্যে খবর আসে অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে তাদের এক সদস্যের। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক শিবু দে আক্ষেপের সুরে জানান, "বিগত ১৪ মাস ধরে তারা একটি টাকাও পাইনি দপ্তর থেকে। এভাবেই একের পর এক মৃতুর খবর পাবো সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। সব মৃতুর কারন একটিই, বকেয়া টাকা না পাওয়ায় আর্থিক সহ অন্যান্য অনটন ও দুশ্চিন্তা।
Comments :0