Jhalda Municipality

পেনশন বকেয়া চার মাস, প্রতিবাদে ঝালদায় বিক্ষোভ

জেলা

Jhalda Municipality


চার মাস হয়ে গেল পেনশন পাচ্ছেন না। ফলে চরম বিপাকে পড়েছেন ঝালদা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। ঝালদা পৌরসভার চেয়ারম্যানের চেয়ার যেন মিউজিক্যাল চেয়ার। কে কদিনের জন্য চেয়ারম্যান পদে বসছেন তা কেউ জানে না। ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। ব্যাহত হচ্ছে পৌরসভার অন্যান্য কাজ। যার জেরে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের চার মাসের পেনশন বকেয়া রয়েছে। আবেদন নিবেদন করেও কোন লাভ না হওয়াতে মঙ্গলবার অবসরপ্রাপ্ত কর্মচারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ঝালদা শহর পরিক্রমা করে এসে পৌরসভার সামনে বিক্ষোভ দেখায়। কয়েকদিন আগে দলবদল করে শাসক দলে যোগ দেওয়া চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায় জানিয়েছেন চেষ্টা করা হচ্ছে বকেয়া পেনশন দিয়ে দেওয়ার। কিন্তু কেন এভাবে মাসের পর মাস পেনশন বকেয়া থাকছে সেদিন কোনো প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।


ঝালদা পৌরসভা মানে অস্থিরতা। ঝালদা পৌরসভা মানে আয়ারাম গয়ারামদের পৌরসভা। ঝালদা পৌরসভা মানে দলবদল করে ক্ষমতা দখল করা। এবারও তার ব্যাতিক্রম নয়। পৌরসভা নির্বাচনের পর থেকে এখন অব্দি চেয়ারম্যানের পদ নিয়ে চলছে নাটকের পর নাটক। বর্তমানে ঝালদা পৌরসভায় কোন উপ পৌরপ্রধান নেই। অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের একমাত্র ভরসা পেনশনের টাকা। অনেকেই সেই টাকায় সংসার চালানোর পাশাপাশি নিয়মিত চিকিৎসা করান, ওষুধপত্র কেনেন। কিন্তু গত চার মাস ধরে পেনশন বন্ধ হয়ে যাওয়াতে তাঁরা অথৈ জলে পড়েছেন। সামনে শারদোৎসব। তার আগে আদৌ তারা পেনশন পাবেন কিনা তা জানেন না। অবিলম্বে বকেয়া পেনশন না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা। 

Comments :0

Login to leave a comment