Karnataka Election

কর্ণাটকে বিধনসভা ভোট এক দফায়

জাতীয়

আগামী ১০ মে অনুষ্ঠিত হবে কর্ণাটক বিধানসভার ভোট। ২২৪ টি আসনেই একই দিনে ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। আজ, ২৯ মার্চ থেকে লাগু হতে চলেছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। আগামী ২৪ মে কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হবে। কর্ণাটক হল দক্ষিণের একমাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং ২০১৮ সালের নির্বাচনে তারা ২২৪-সদস্যের বিধানসভায় ১০৪টি আসন জেতে একক বৃহত্তম দল হিসাবে। অন্যদিকে কংগ্রেস ৮০টি আসন জেতে, যেখানে জনতা দলের (ধর্মনিরপেক্ষ) সংখ্যা দাঁড়ায় ৩৭টি। 

নির্বাচনের পরে, যদিও, কংগ্রেস এবং জেডি(এস) একটি জোট সরকার গঠন করেছে, এইচডি কুমারস্বামী শপথ নেন মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু জুলাই ২০১৯ সালে, কিছু কংগ্রেস-জেডি(এস) ‘বিদ্রোহী’ বিধায়কদের একটি দল সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় এবং রাজ্যে বিএস ইয়েদুরাপ্পার অধীনে বিজেপি ক্ষমতায় ফিরে আসে ‘পেছনের দরজা’ দিয়ে।

Comments :0

Login to leave a comment