KMC

হকার নিগ্রহ এড়িয়ে ‘বঙ্কিমদা’ নিয়ে তরজা কলকাতা কর্পোরেশনে

কলকাতা

ব্রিগেডের মাঠে দল বেঁধে মারের শিকার হয়েছিলেন প্যাটিস বিক্রেতা। পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশন উচ্ছেদের বিরুদ্ধে ডেপুটেশন দিয়ে কলকাতা কর্পোরেশনেই। জনজীবনের সমস্যা নিয়েও আলোচনার দাবি রয়েছে। তবে বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনে আলোচনা হলো সংসদে প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ সম্বোধন নিয়ে নিন্দা প্রস্তাবের ওপর।
এদিন কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে উঠে এলো নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় তপ্ত বাদানুবাদও লক্ষ্য করা গিয়েছে। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব আনেন।  
এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম নীতীশ কুমারের হিজাব প্রসঙ্গ টেনে নিন্দা করেন। 
আবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন তৃণমূলের একজন কাউন্সিলরও বন্দেমাতরম গানটি পুরো গাইতে পারবেন না। 
২০২১ সালে নির্বাচনের পর ইডি গ্রেপ্তারের সময় প্রেস কনফারেন্স করেছিলেন মেয়র। তিনি বলেছিলেন, আমি কি চোর! বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মেয়রকে সেই প্রসঙ্গ তুললে উত্তপ্ত হয়ে ওঠে সভা।
মেয়র ফিরহাদ হাকিম আলোচনায় টেনে আনেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে ওঠা হিজাব বিতর্কের প্রসঙ্গ। সজল ঘোষ আবার মেয়রের সঙ্গে ‘মিনি পাকিস্তান’ প্রসঙ্গে জুড়ে মন্তব্য করেন।  
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম নিয়ে সংসদে বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বঙ্কিমদা’ এবং ‘বঙ্কিমবাবু’ বলেন সংসদে। বস্তুত বাংলাভাষীরা স্মরণীয় ব্যক্তিবর্গের উল্লেখে ঘনিষ্ঠতা সূচক ‘বাবু’ বা ‘দা’ সম্বোধন করেন না। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক হয় সংসদেই। কিন্তু কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে তা নিয়ে বিশেষ আলোচনা ঠিক কেন তার ব্যাখ্যা ছিল না। 

কলকাতা কর্পোরেশনে এদিনের আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে প্রাক্তন মেয়র এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন,  ‘‘তৃণমূল ও বিজেপি দুই দলই আকচা আকচিতে ব্যস্ত। মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে এরা আলোচনা করে না। পরিষেবা পৌঁছানো নিয়ে এদের কোনও মাথাব্যথা নেই।’’
ভট্টাচার্য বলেন, ‘‘আসলে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির চায় রুটি রুজির প্রশ্ন, অধিকারের প্রশ্ন সামনে না আনতে। রাজ্য বিধানসভা থেকে শুরু করে লোকসভাতেও তা দেখা যাচ্ছে।‘‘ 
কলকাতা কর্পোরেশনের বাম পরিষদীয় দলনেতা মধুছন্দ দেব বলেন, ‘’মানুষের পরিষেবা সংক্রান্ত কোনও আলোচনাই হচ্ছে না এই সভায়।’’
এদিনের আলোচনার প্রস্তাবক তৃণমূলের অরূপ চক্রবর্তীর নির্বাচন নিয়েই প্রশ্ন রয়েছে। কর্পোরেশন নির্বাচনে, আরও বহু ওয়ার্ডের মতো ৯৮ নম্বর ওয়ার্ডে দখলদারি হয়েছিল। ‘ছাপ্পা কাউন্সিলর’ শব্দবন্ধও চালু রয়েছে বিভিন্ন অংশে।

Comments :0

Login to leave a comment