জানা অজানা
নতুনপাতা
মশার উপদ্রব থেকে বাঁচতে ফড়িং
তপন কুমার বৈরাগ্য
১৯ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
ফড়িং, এই প্রকৃতির এক সুন্দর প্রাণী।ফড়িং এর গুণের শেষ নেই।এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড়কে খেয়ে ফসলকে
রক্ষা করে।ফড়িং এর সবচেয়ে বড় গুণ এরা মশার উপদ্রব থেকে আমাদের রক্ষা করে।যেখানে যতো বেশি ফড়িং থাকবে ,সেখানে
মশার সংখ্যাও দিনে দিনে কমে যাবে।একটা ফড়িং প্রতিদিন একশোটার উপর মশা খাওয়ার ক্ষমতা রাখে। এদের প্রিয় খাদ্য
এই মশা।অ্যানোফিলিস,কিউলেক্স এবং এডিস এই তিন ধরনের মশা এবং তাদের লার্ভা খেতে ফড়িংরা ওস্তাদ।এরা শিকার ধরতে
প্রায় একশোভাগই সফল।যা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না।এদের মাথাটা বড় এবং দেহটা লম্বা।নানা রঙের ফড়িং
দেখা যায়। যেমন লাল ,হলুদ,সবুজ আরো কতো রঙের হয়। পৃথিবীতে প্রায় একশোর উপর প্রজাতির ফড়িং আছে।এদের
দেহে সবুজ এবং হলুদ রক্ত দেখা যায়।এদের দেহে হিমোগ্লোবিন না থাকার জন্য এদের রক্তের রঙ লাল নয়।এদের ছয়টা পা আছে।
এরা হাঁটতে পটু নয়,তবে উড়তে খুবই পটু।ঘন্টায় এরা প্রায় ৬০কিমি গতিবেগে শিকার ধরে।এরা এদের মাথাটা ৩৬০ডিগ্রি
কোণে ঘুরাতে পারে।তাই এরা যে কোন জায়গা থেকে মশার মতন ক্ষতিকারক পতঙ্গ ধরতে সফল হয়।এরা ওডোনাটা বর্গের
অন্তর্গত প্রাণী।এদের দুটো বড় বড় চোখ আছে।স্বচ্ছ শক্তিশালী পাখা আছে।এরা সন্ধীপদী পর্বের প্রাণী।দেহটা কয়েকটা খন্ডকে
বিভক্ত।একটা ফড়িং তাদের জীবদ্দশায় প্রায় ছয়হাজার মশা ভক্ষণ করে।ফড়িং এর আয়ু তবে কম।দুই থেকে তিনমাস বাঁচে।
ফড়িং এর সংখ্যা প্রায় দিনে দিনে কমে যাচ্ছে।এদের আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। এদের নিয়ে খেলা নয়।ছোটছোট ছেলেমেয়েরা
যেন ফড়িং নিয়ে খেলা না করে।তাদের আমরা কখনো ফড়িং ধরে দেবো না।ওরা স্বাধীনভাবে উড়ে বেড়াক।ফড়িং এর বংশ যতো
বৃদ্ধি পাবে মশার বংশ ততো ধংস হবে। সেই সঙ্গে সমাজে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমাতে পারবো।
Comments :0