বাংলাদেশের অতি-দক্ষিণপন্থী নেতা ওসমান হাদির মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে সোমবার দুপুরে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই তথ্য এদিন পাওয়া গেছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে। শুক্রবার তাঁর মরদেহ দেশে আনা হবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি ও এনসিপি।
হাদির মৃত্যুর পর এদিন রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। হাদির মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। হাদির মৃত্যুর খবর সামনে আসতেই বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইনকিলাব মঞ্চের সমর্থকরা। ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুর চলছে।
Osman Hadi
বাংলাদেশের নেতা ওসমান হাদির মৃত্যু
×
Comments :0