জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর, বুধবার, সুপ্রিম কোর্টে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। তবে জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি হবে কিনা নিশ্চিত নয়।
দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করেছে দিল্লিতে আবগারি নীতি সংক্রানডত দুর্নীতির অভিযোগে। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগে সপক্ষে যথেষ্ট প্রমাণ ইডি’র হাতে রয়েছে। সাক্ষীদের বয়ানও রয়েছে। তবু মূল মামলার বিচারে এই পর্যবেক্ষণ বিবেচিত না করার সিদ্ধান্তও জানিয়েছে হাইকোর্ট।
বুধবার সকালেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন দায়ের করেন কেজরিওয়ালের আইনজীবীরা। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়। প্রধান বিচারপতি জরুরি শুনানির নিশ্চয়তা দেননি। তিনি বলেছেন, ‘‘আমরা বিষয়টি দেখছি।’’
২১ মার্চ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় ‘আপ’-র জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী নেতাদের ভোটের আগে জেলবন্দি করার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তুলেছেন বিরোধীরা।
Kejriwal SC
সুপ্রিম কোর্টে জামিনের আবেদন কেজরিওয়ালের
×
Comments :0