বিধানসভায় পাশ বিলে সই করছেন না রাজ্যপাল। তৈরি হচ্ছে না আইন। রাজ্যের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে রাজ্যপালের ভূমিকায়। এই মর্মে অভিযোগ তুলে বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে রাজভবন ঘেরাও করল বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)।
এলডিএফ’র আহ্বায়ক এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ইপি জয়রাজন বলেছেন, ‘‘কেন্দ্রের পাঠানো রাজ্যপাল আরিফ মহম্মদ খান রাজ্যের প্রগতি আটকাতে সচেষ্ট। কেন্দ্রের বিজেপি সরকার কেরালার প্রাপ্য টাকা দিচ্ছে না। বিধানসভায় পাশ বিলও আটকে রাখছেন কেন্দ্রের পাঠানো রাজ্যপাল। দীর্ঘ বিত্রকের পর বিধানসভায় পাশ হয়েছে এই সব বিল।’’
কংগ্রেস জোট ইউডিএফ’র ভূমিকারও কড়া সমালোচনা করেছেন জয়রাজন। তাঁর অভিযোগ, ইউডিএফ কেরালার উন্নয়নে বাধা দিচ্ছে। কেন্দ্রের হয়ে কাজ করছে বিরোধী জোট।
কেরালায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ।
Comments :0