মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিংহভাগ বুথে সকাল থেকে রয়েছেন সিপিআই(এম) এজেন্টরা। বুথ আঁকড়ে লড়াই চালাচ্ছেন তাঁরা। রানীনগর, হরিহরপাড়া সহ কিছু জায়গায় তৃণমূল ভোট প্রক্রিয়াকে ব্যহত করার চেষ্টা করেও সফল হয়নি। মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। সিপিআই(এম) ও কংগ্রেস কর্মী সমর্থকরা গ্রামের পর গ্রামে সক্রিয় রয়েছেন।
অশান্তির খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন প্রার্থী মহম্মদ সেলিম। সিপিআই(এম)'র তরফে নির্বাচন কমিশনের উপরে প্রয়োজনীয় চাপ তৈরি করা হচ্ছে। সকাল থেকে শতাধিক অভিযোগ জানানো হয়েছে কমিশনে।
অভিযোগগুলি নিষ্পত্তি হওয়া অবধি কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন দায়িত্বপ্রাপ্ত সিপিআই(এম) কর্মীরা। সেই চাপের ফলে সক্রিয় রয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। জায়গায় জায়গায় বাহিনীর রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের খবরও মিলেছে।
Comments :0