ISRAEL GAZA

প্রধানমন্ত্রীকে তোপ ইজরায়েলের মহিলার, ফাঁস অডিও

আন্তর্জাতিক

‘সরকার আমাদের প্রাণের পরোয়া করেনি। আমদের যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেখানেই গোলা ছুঁড়েছে হেলিকপ্টার।’

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেই এভাবে গোলা ছুঁড়েছেন হামাসের থেকে মুক্ত ইজরায়েলের বন্দিরা। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের কথোপকথনের অডিও টেপ ফাঁস হয়ে গিয়েছে ইজরায়েলের একটি সংবাদমাধ্যমে। আমেরিকার সিএনএন কথোপকথের বিভিন্ন অংশ প্রকাশ করেছে। 

বুধবার ইজরায়েলের হানাদারিতে ফের শঙ্কা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। ট্যাঙ্ক থেকে সমানে গোলা ছোঁড়া হচ্ছে। গাজার খান ইউনিস ঘিরে রেখে অবিরত গোলা ছুঁড়ছে ইজরায়েলের সেনা। গাজার উত্তর অংশ দখলের সময় নাগরিকদের বলা হয়েছিল দক্ষিণে মিশরের সীমান্তে রাফাহ ক্রসিংয়ে যেতে। টানা দু’দিন দক্ষিণেই গোলা ছুঁড়ছে ইজরায়েল। নিরীহ নাগরিকদের মৃত্যু হচ্ছে সমানে।

দেশে এবং বিশ্বে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধের সমর্থনে নিজের নাগরিকদের নিরাপত্তার যুক্তি দিয়েছেন। সেই যুক্তি খানখান করে দিচ্ছে ফাঁস অডিও টেপের কথোপকথন।

এক মহিলা মুক্ত হন তাঁর সন্তানদের সঙ্গে। কিন্তু তাঁর স্বামী এখনও হামাসের কাছে। তিনি বলেছেন, ‘‘আমাদের পাশে কেউ ছিল না। আমাদের উদ্ধারের চেষ্টা হয়নি। গোলা ছোঁড়া হয়েছে কেবল। আমদের গোপন জায়গা থেকে কোনোরকমে বের করা হয়েছে। আমরা আহত হয়েছি।’’

প্রধানমন্ত্রীকে সেই মহিলা বলেছেন, ‘‘আপনার কাছে কোনও তথ্য নেই। কোনও গোয়েন্দা রিপোর্ট নেই। ভুল দাবি করছেন আপনি।’’

Comments :0

Login to leave a comment