Trump - Mamdani

শুক্রবার ট্রাম্প, ‘কমিউনিস্ট’ মামদানি বৈঠক

আন্তর্জাতিক

শুক্রবার কমিউনিস্ট মামদানির সাথে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের ব্যাক্তিগত সামাজিকমাধ্যম ‘ট্রুথ’এ মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘‘নিউ ইয়র্কের কমিউনিস্ট মেয়র জোহরান ‘খোয়ামে’ মামদানিকে বৈঠকের জন্য ডাকা হয়েছে। আগামীকাল ওভাল অফিসে এই বৈঠকে হয়েছে।’’ কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয় মার্কিন রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে মামদানির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের উন্নতির বিষয় আলোচনা হবে মার্কিন রাষ্ট্রপতির সাথে।’ ‘কর্পোরেট পুঁজিবাদের’ অন্যতম প্রতীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে শ্রমজীবীদের উন্নতি নিয়ে আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
নিউ ইয়র্কের নির্বাচনের সময় মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন ট্রাম্প। নির্বাচনের জয়ের পর মামদানি বলেন, এই শহর দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হারানো সম্ভব। এই শহর থেকেই তার উত্থান। যেই ব্যবস্থার মাধ্যমে ট্রাম্পের মতো পুঁজিপতিদের কর মুকুব করা হয়, সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো হয় সেই দুর্নীতিতন্ত্রকে আমরা শেষ করবো।
নিউ ইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, তারা যেই সমর্থন জানিয়েছে তার জন্য সে এবং তার দল কৃতজ্ঞ।
আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।
বর্তমান মার্কিন প্রশাসন অভিবাসীদের ওপর বার বার বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে ভিসাকে কেন্দ্র করে। বিশেষ করে ভারতীয় অভিবাসীদের ওপর আক্রমণ সব থেকে বেশি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।’

Comments :0

Login to leave a comment