suicide attempt in the metro

নেতাজি স্টেশনে আত্মহত্যার চেষ্টা,ফের স্তব্ধ মেট্রো পরিষেবা

কলকাতা

আবারও মেট্রোর সামনে মরণ ঝাঁপ। নেতাজি স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক ব্যাক্তির। ফলে বৃহস্পতিবার দুপুরে ব্যাহত হলো কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা।
বেলা ৩তে ১০ নাগাত আপ লাইনের মেট্রো ঢুকছিল নেতাজি স্টেশনে। মেট্রো ঢুকতে দেখে তখনি ঝাঁপ দেন ওই ব্যক্তি। তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধার কাজ। আপ ও ডাউন দুই লাইনেরই পরিষেবা বন্ধ রাখা হয়।
মেট্রোর এক আধিকারিক জানান,  দক্ষিনেশ্বর থেকে ময়দান পর্যন্ত লাইনে পরিষেবা মিলবে। পাশাপাশি অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানা তিনি। 
বারবার মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনা ঘটছে। এমন ঘটনা যাতে না ঘটে মেট্রোর তরফে এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও তা বিশেষ কার্যকর হচ্ছে না বলেই মত অনেকের।

Comments :0

Login to leave a comment