Manipur Re-polling

মণিপুরে ১১ বুথে পুর্ননির্বাচন ২২ এপ্রিল

জাতীয় লোকসভা ২০২৪

বিশ্বজিৎ দাস- মণিপুর
সোমবার ফের ভোট গ্রহণ হবে মণিপুরে। শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন এই খবর। গত ১৯ এপ্রিল মণিপুরে ভোটে রক্ত ঝরে। চলে গুলিও। হিংসা, ভোটলুট, ইভিএম ছিনতাই করে কার্যত প্রহসনে পরিণত হয় লোকসভা নির্বাচন। পূর্ব ইম্ফল জেলার একাধিক ভোটকেন্দ্রে আরামবাইর মহিলা সদস্যরা ঢুকে ইভিএম ভেঙে রাস্তায় ফেলে দেয়। হিংসা হয়েছে হেইগ্যাঙ, খুরাই, ক্ষেত্রিগাঁও, থঙজু, কেইরাও, অন্দ্রু, ইয়াশকুল, সেকমাই, কনথৌজাম, ওইনাম, মৈরাং বিধানসভা কেন্দ্রে। হিংসায় সরাসরি মদত দিয়েছে বিজেপি।  বিরোধী জোটের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে ৪৭টি বুথে পুনঃভোটের দাবি জানানো হয়। শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, আগামী ২২ এপ্রিল সোমবার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১ টি বুথে পুনর্নির্বাচন হবে। হিংসার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে কমিশন। 
গত লোকসভা নির্বাচনে বুথদখল, গুলির জেরে ভোটকে ঘিরে উত্তপ্ত হয় মণিপুর। অসংখ্য বুথে পুনঃ ভোটের দাবি জানায় দশ দলের বিরোধী জোট। রাজ্যের নির্বাচন আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। গোষ্ঠী সংঘর্ষের আবহে ওইদিন মণিপুরে একটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের অর্ধেক অংশেরও ভোটগ্রহণ হয়। 


ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় নির্বাচন কমিশন। মোতায়েন করা হয় দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অথচ ভোট গ্রহণের দিন সকাল থেকেই উগ্র মেইতেই সংগঠন আরামবাই টেঙলের আস্ফালন শুরু হয়। বন্দুক নিয়ে বুথ দখল শুরু করে আরামবাই সদস্যরা। বেছে বেছে কংগ্রেসের পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে জোর করে বের করে দেয়। একাধিক বুথে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে দু’জন গুরুতর জখম হন। পূর্ব ইম্ফল জেলার খুরাই বিধানসভা কেন্দ্রের মৈরাঙকাম্পু সাজামবাই প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্র ও বিষ্ণুপুর জেলার মৈরাং বিধানসভা কেন্দ্রের থামনাপকপি স্কুলের ভোটকেন্দ্রের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর খবর পেয়ে অসংখ্য ভোটকেন্দ্র খালি হয়ে যায়। লাইনে দাঁড়ানো ভোটাররা ভোট না দিয়ে ভয়ে বাড়ি ফিরে যান। পূর্ব ইম্ফল জেলার একাধিক ভোটকেন্দ্রে আরামবাইর মহিলা সদস্যরা ঢুকে ইভিএম ভেঙে রাস্তায় ফেলে দেয়। ওইদিন হিংসা হয়েছে হেইগ্যাঙ, খুরাই, ক্ষেত্রিগাঁও, থঙজু, কেইরাও, অন্দ্রু, ইয়াশকুল, সেকমাই, কনথৌজাম, ওইনাম, মৈরাং বিধানসভা কেন্দ্রে। বিরোধী জোটের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে ৪৭টি বুথে পুনঃভোটের দাবি জানানো হয়েছে। এরমধ্যে ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের ৩৬টি ও আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথে।
রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার প্রদীপ কুমার ঝা জানান, সব কটি বুথ ইনার মনিপুর লোকসভা আসনের অন্তর্গত৷ শুক্রবারের মতো সেদিনও সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে। তিনি ১১ বুথের ভোটারদের কাছে নির্ধারিত সময়ে গিয়ে ভোটদানের আহ্বান জানান। কমিশনের তরফে জানানো হয়েছে, খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।

Comments :0

Login to leave a comment