মাদ্রিদ ওপেনে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ক্যাসপার রুড । হারালেন সেবাস্তিয়ান কোর্দাকে। ম্যাচের পর ক্যাসপার জানতে পারেন যে ১৯৯৯সালের মায়ামি ওপেনে তার বাবা ক্রিস্টিয়ান রুড হারিয়েছিলেন সেবাস্তিয়ানের বাবা পিটার কোর্দাকে। সেই সময় দাপুটে পিতার ছিলেন বিশ্বের দ্বিতীয় র্যাংকের টেনিস তারকা। তবে সেই মাত্র একবারই মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ান ও পিটার। এই বিষয়ে ম্যাচের পর ক্যাসপার বলেন ' আমি নিশ্চিত যে সেবাস্তিয়ান ও আমি আরো বহু ম্যাচে একে ওপরের মুখোমুখি হব । আমি চেষ্টা করব ওকে সবসময় হারানোর আর ওও চেষ্টা করবে ওর পরিবারের হয়ে আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার '। সেবাস্তিয়ানের বিরুদ্ধে এই জয় ক্যাসপারের ক্যারিয়ারের ১৫০তম জয় ক্লে কোর্টে ।আগামী ২৫জুন তারিখে রাউন্ড অফ ১৬-র ম্যাচে টেলর ফ্রিৎজের মুখোমুখি হবেন ক্যাসপার।
MADRID OPEN
মাদ্রিদ ওপেনে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ক্যাসপার রুড

×
Comments :0