Kalinga Super Cup

সুপার কাপে নামবে মহামেডান

খেলা

MDC vs NUFC মহামেডান স্পোর্টিং অফিসিয়াল ফেসবুক পেজ

বৃহস্পতিবার সুপার কাপে নামছে মহামেডান স্পোর্টিং। তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বিনোয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের বিবাদ এতটাই চরমে পৌঁছেছে যে মাত্র একজন বিদেশী মার্ককে নিয়েই সুপার কাপে খেলতে যাচ্ছে মহামেডান। দুপুর ২টোর ট্রেনে ভুবনেশ্বর রওনা হয়েছে তারা। বেতন সমস্যায় জর্জরিত এই মুহূর্তে মহামেডান দল। কোনোমতে সুপার কাপ খেলে মরশুমটা শেষ করতে চাইছে তারা। সম্পূর্ণ অপেশাদারিভাবে চলছে বর্তমান মহামেডান ম্যানেজমেন্ট। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেড। জুয়ান পেদ্রোর লক্ষ্য সুপার কাপ জয়। তাই শক্তিশালী দলই নিয়ে যাচ্ছে তারা। মহামেডানকে আইএসএলে একবার হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের দলের স্ট্রাইকার আলাদিন আইএসএলের গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুটোই জিতেছেন। ফলে সব দিক থেকেই পাল্লা ভারী তাদেরই।

Comments :0

Login to leave a comment