MUKTADHARA | BOOK REVIEW — BHABANISHANKAR CHAKRABORTY — 5 APRIL 2024

মুক্তধারা | বই — যে কবিতা ছন্দ , গান ও প্রকৃতিপ্রেমের রসায়ণ | ভবানীশংকর চক্রবর্তী — ৫ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  BHABANISHANKAR CHAKRABORTY  5 APRIL 2024

মুক্তধারা 

বই

যে কবিতা ছন্দ , গান ও প্রকৃতিপ্রেমের রসায়ণ

ভবানীশংকর চক্রবর্তী

                 কবিতা ছন্দে গড়া  শব্দশিল্প।সুর সংযোগে সেই ছন্দিত কবিতাই  হয়ে ওঠে গান।আর কবিতার বিষয়-আশয় তো অন্তহীন।প্রকৃতির অনিবার্য উপস্থিতি,অতএব,সেখানে স্বাভাবিক।কবি গোরাচাঁদ চক্রবর্তী-র সদ্য প্রকাশিত ' শেষের পারিজাত ' কাব্যগ্রন্থটি সেই ছন্দ, সুর আর প্রকৃতিপ্রেমের মিশ্র রসায়ণ ।খুবই সহজ সরল শব্দবন্ধে তিনি কবিতাগুলি নির্মাণ করেছেন।তাঁর এই প্রাঞ্জলতা কবিতাগুলিকে যেমন সহজবোধ্য করে তুলেছে তেমনি পাঠক সাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠারও  দাবি করতে পারে।বইটির ' কিছুকথা ' - য় কবি নিজেই জানিয়েছেন, ' ছেলেবেলা থেকেই ছন্দ,গীত ও নিসর্গের ভক্ত আমি।প্রকৃতির অফুরন্ত রূপ ও রহস্য অনেক আগে থেকেই আমার ভেতরে ক্রিয়া করত ।হয়তো সে কারণেই আমি কবিতা , ছড়া, গান লেখায় ব্রতী হয়েছি। ' তাঁর এই সহজ স্বীকারোক্তি থেকেই বোঝা যায়  তাঁর কবিকৃতির স্বরূপ।গ্রন্থিত কবিতাগুলির সবকটিই যে তদর্থে রসোত্তীর্ণ ,এমন নয়।কিন্তু মনোময়তার অভাব সেখানে নেই। এখানে দু-একটি অংশ উদ্ধার করা যেতে পারে -
১।আমি তাকে দেখেছি আমাতে/আমার বাহিরে,সর্বভূতে,সকল প্রাণে।/আমি কৃষ্ণকে দেখেছি।'(আমি কৃষ্ণকে দেখেছি পৃ.১৩)
২। নতুন নতুন ঘরের সারি মাঠের মাঝে/ বদলে গেছে মাঠের সবুজ অন্য সাজে/সুখের খোঁজে দুঃখে কাতর নরনারী/এখান থেকে  একটু দূরে তোমার বাড়ি।(আমার ঘরে তোমার বাড়ি পৃ .৩৯)
৩।সুখ কিনলে দুঃখ ফ্রি/
জন্ম নিলে মৃত্যু ফ্রি/
তাঁর সৃষ্টির মায়ালোকে /রাধার সাথে কৃষ্ণ ফ্রি ।
   (ফ্রি কৃষ্ণ পৃ.৭৮)
           অপর্ণা চক্রবর্তী-র প্রচ্ছদ সুন্দর।কাগজ ও বাঁধাই ভালোই।সব মিলিয়ে একটি ভালো সংকলন ।

শেষের পারিজাত
গোরাচাঁদ চক্রবর্তী
প্রকাশক-মৌসুমী প্রমাণিক 
ইনোভা পাবলিকেশন্স
১৩৭,মতিলাল নেহরু রোড,
কলকাতা-৭০০০২৯।

দাম- ১৫০ টাকা

Comments :0

Login to leave a comment