MUKTADHARA | BOOK REVIEW — SANDIP JANA — 29 MARCH 2024

মুক্তধারা | বই — খোলা চিঠির সাথে খোলামনে খোলামেলা খানিকটা সময় | সন্দীপ জানা — ২৯ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  SANDIP JANA  29 MARCH 2024

মুক্তধারা 

বই

খোলা চিঠির সাথে খোলামনে খোলামেলা খানিকটা সময় 
সন্দীপ জানা

এখন চিঠি বলতে  বৈদ্যুতিন চিঠি, আর যেটুকু অবৈদ্যুতিন, কাগজের খামে ভরা ডাকপিয়োনের হাত ঘুরে প্রাপকের হাতে এসে পৌঁছয় তা নিতান্তই কর্পোরেট বা বাণিজ্যিক চিঠি। মনের কথা, কুশল সংবাদ খামে ভরে কাছের মানুষের কাছে পাঠানোর দিনগুলো যে-ক্ষণে আমরা ভুলতে বসেছি, সে-সময় তরুণী লেখিকা পাঠকের সামনে মেলে ধরেন একরাশ চিঠির ঝাঁপি। পুবালি দমকা হাওয়ায় বহুকাল ধরে বন্দি থাকা সে-সব চিঠি মুক্তির স্বাদ পেয়ে উড়ে যায় পশ্চিমে, দিনান্তে ঘরে ফেরা পাখিদের সাথে। বীথি কর-এর প্রকাশিত “পশ্চিমে উড়ে যায় যত খোলা চিঠি” এমন এক আখ্যান যা প্রকৃত অর্থেই খোলা চিঠি যা সর্বাঙ্গ রূপে পাঠকের হতে পারে। সমগ্র গদ্যগ্রন্থ জুড়ে নানান সম্বোধনে, নানান সম্পর্কের মানুষজনের উদ্দেশে লেখা বয়ানগুলো হয়তো বা নির্দিষ্ট কোনো ব্যক্তি মানুষের নয়, হয়তো বা লেখিকারও নয়, বরং তা অনেকাংশে পাঠকের। চিঠিরঝাঁপি যেহতু খোলা, তাই তা যে-কোনো বয়সের যে-কোনো মানুষের হতে পারে। মা, বাবা, বোন, দিদি, প্রেমিক, বন্ধু, কাছে-দূরে যত সম্পর্ক হয়, তাদের দুয়ারে পৌঁছে যায় লেখিকার চিঠি। আবার যে প্রিয়জন নয়,অপ্রিয়জনও নয়, কাছেরও নয় আবার দূরেরও নয়— এমন মানুষের জন্যও কিছু কথা রেখে যান লেখিকা—“তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু না, তুমি আমার পরিচিত না, তুমি আমার অপরিচিত না, তুমি আমার ছোটোবেলার খেলার সাথি না, তুমি আমার বড়ো বেলার প্রাণের সই না, তুমি আমার কেউ না ! অথচ তুমি আমার অনেক কিছু”। আসলে নানান সম্বোধনে এক-একটি চরিত্রকে কতক বাস্তব কতক কল্পনায় বুনে তার সাথে জীবনের সুখ, দুঃখ, প্রাপ্তি, অপূর্ণতা ইত্যাদি গূঢ় অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে চেয়েছেন বীথি কর। তাঁর এই গ্রন্থে কিছু চিঠির বয়ানে  ফুটে উঠেছে বঞ্ছিত নারীর হাহাকার, অভিমান, প্রতিবাদ। অনেক অনুচ্চারিত কথা যেন দীর্ঘ নীরবতা ভেঙে ফিরে পেয়েছে তার স্বর।সেদিক থেকে দেখতে গেলে গ্ৰন্থটি আমেরিকা প্রবাসী বাঙালি লেখিকার এক অনন্য সৃষ্টি। চিত্রশিল্পী শ্যামল মজুমদার-এর দৃষ্টিনন্দন প্রচ্ছদ, প্রতিপাতায় আঁকিবুকি ও কারুকাজের শৈল্পিক শৈলী গ্ৰন্থটিকে আকর্ষণীয় করে তুলেছে।

"পশ্চিমে উড়ে যায় যত খোলা চিঠি"
বীথি কর
বনপলাশি প্রকাশনী,
১৭৩, বিভূতি মুখার্জি রোড,
কলকাতা ৭০০১১০।
দাম ১২০ টাকা।

Comments :0

Login to leave a comment