MUKTADHARA | POETRY — BHABANIPRASAD MAZUMDER — DEBASHIS HAZRA | 15 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা | কোথায় হারালে তুমি ? — দেবাশিস হাজরা — ১৫ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  BHABANIPRASAD MAZUMDER  DEBASHIS HAZRA  15 FEBRUARY 2024

মুক্তধারা 

কবিতা

কোথায় হারালে তুমি ?

দেবাশিস হাজরা


 

তোমার হাতে গড়া বাংলার ছড়া
স্বজন হারিয়ে কাঁদছে !
ছোটোদের তরে মজার অক্ষরে
কে অমন ছড়া রাঁধছে ?

বাগদেবী আসে ; হাসে ফাল্গুন
বিষণ্ণ আজ তবু গুনগুন
পরম যত্নে কে আর বাজাবে
ছন্দের রুনঝুন ?

হাসিখুশি মুখ আজ গম্ভীর
ধীর-স্থির মন বড় অস্থির
দিশেহারা সবে কখন‌ও এমন
হয়েছে কি বলো আর ?

মিঠেকড়া ছড়া ফেলে রেখে ত্বরা
কতো-না ছন্দ রইলো অধরা
কোথায় হারালে প্রিয় ছড়াকার
ভবানীপ্রসাদ মজুমদার ??

Comments :0

Login to leave a comment