MUKTADHARA | POETRY | JIBANANANDA DAS 125 — NIL CHANDAN CHAND — AML KAR | 17 FEBRUARY 2024

মুক্তধারা | কবিতা | কবি জীবনানন্দ দাশ ১২৫ — নীল চন্দন চাঁদ | অমল কর — ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  JIBANANANDA DAS 125  NIL CHANDAN CHAND  AML KAR  17 FEBRUARY 2024

মুক্তধারা  

কবিতা
কবি জীবনানন্দ দাশ ১২৫

নীল চন্দন চাঁদ
অমল কর

বহু স্মৃতির আগল খোলা পেয়ে
দরোজার প্রান্তরে শঙ্খডাক দিয়ে
কুঞ্জে এল তাতাথিয়া মর্মর দিন
চঞ্চল ডানায় জেগে ওঠে গৃহকোণ
ঘরময় ছড়ানো কত থেমে যাওয়া সময়
মৃত মাছের মতো কত  যে অস্ফুট স্মৃতি
স্মরণ আর স্মৃতির কত যে কৌতুক
গৃহ-বাড়ির চাঙড় ভাঙার শব্দ
কত যে তোমার কবিতার আসবাব
কত তে গূঢ় স্বরলিপি পরিণতি কত

বিকেলের নরম রোদ শিউলির ডালে ডালে
কী যে চুপকথার রূপকথা বলে ওঠে
ওই দূরে সুরে সুরে ডাক দিয়ে যায়
কত যে নাম-না-জানা উড়াল পাখি
আলোটুকু ফুরায়নি আমেজও অটুট
মোহনবাঁশিতে বেজে ওঠছে মিলন সংগীত
ফাগুনের ভরা পূর্ণিমা মায়া ছড়াচ্ছে
চরাচরে চন্দন মাখা নীল নন্দন চাঁদ

Comments :0

Login to leave a comment