MUKTADHARA | POETRY — JOYNAL ABEDIN | 2 APRIL 2024

মুক্তধারা | কবিতা | ঘুনপোকা — জয়নাল আবেদিন — ২ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  JOYNAL ABEDIN  2 APRIL 2024

মুক্তধারা  

কবিতা   

ঘুনপোকা   

জয়নাল আবেদিন

 

বাগান বাড়ি খেতের সরু আল ভাবতে ভাবতে

একটি রাত একটি দিন এবং মেঘবৃষ্টি পার হয়ে

তোমার কাছে যখন পৌঁছই তখন আমার

ভীষণ ঘুম পায়, কিছুই বলা হয় না,

একে তুমিকি বলবে ঘুনপোকা ?

 

এখনো কোথাও খামার বাড়ি আছে  — জানি না

কোথাও ল্যাম্প জ্বলে  — জানি না

পুকুরের জলে চাঁদ খেলা করে জানি না

শুধু জানি শেষরাতের ট্রেন শেষরাতেই

                                ছেড়ে যায়।

Comments :0

Login to leave a comment