MUKTADHARA DHUSARBELA MANISH DEB 28 MAY

মুক্তধারা ধূসরবেলা

সাহিত্যের পাতা

MUKTADHARA  DHUSARBELA  28 MAY

ব্ল্যাক বোর্ড

মনীষ দেব

       ব্ল্যাক বোর্ড ও ঝা চকচকে ক্লাস রুম এবং নীল-জলের রাজার, রাজা সাজার ক্লাস —
       আজ পন্ডিতদের ছুটি।
       আজ বৈজ্ঞানিকদের ছুটি।
       আজ ইতিহাসবিদদের ছুটি।
       আজ অর্থনীতিবিদদের ছুটি। 
       আজ চিকিৎসকদের ছুটি।
       আজ পুথিকরদের ছুটি।
       ছুটি – ছুটি – ছুটি। এবং – এবং – এবং —

 


  

 

আজ ঝা চকচকে ক্লাসে – আকাশলীনারা থাকবেন; থাকবে হারু বাগদীর ছেলে – বিষ্টু, বিষ্টুচরণ বাগদী, মেধাবী কেকা, ডানপিটে হোলিচরণ – কেউকেটা   ফ্রান্সিস, লিমা, জেকব থেকে ওয়াসিম, ইকবাল, আয়েসা, রুবেনা সব্বাই।  নীল-জলের রাজা ক্লাসে এলেন । 

উৎসাহী ছাত্রদল অতুৎসাহে জানতে চাইল – স্যার, আপনি কী পড়াবেন —

           ইতিহাস ?
           বিজ্ঞান ?
           অর্থনীতি ?
           ভূগোল ?
           সংস্কৃত ?
           ইংরাজী ?
           মেডিক্যাল সাইন্স ?
           ইঞ্জিনিয়ারিং ?
           কম্পিউটার ?

 

 

 ক্লাসকে নিঃস্তব্ধ করে – নীল-জলের রাজা বলে চললেন – পুছো মত। — ম্যায়, এনটায়ার এ্যাডুকেশন ডক্টরেট !!
  ক্লাস নিঃস্তব্ধ ! Dr. ENTIRE EDUCATION বলেই চলেছেন — ভন্ড-আভন্ড গুণকীর্ত্তণ, নিজের। 
  তিতিবিরক্ত ছাত্রদল, লাস্ট বেঞ্চের জগা বলে উঠলেন এবং এবং এবং......এবং—
— স্যার, ডারউইনবাদ নিয়ে কিছু বলুন ?
— ডারউইন — বাদ।

— স্যার, মোগল ?
— মোগল – বাদ।

— স্যার, লালকেল্লা ? 
— লালকেল্লা – বাদ।

— স্যার, তাজমহল?
— তাজমহল – বাদ।

— স্যার, ভাকরা নাঙ্গাল বাঁধ
— সব বাঁধ – বাদ। কোল ইন্ডিয়া-ইসরো-ভিলাই-রাউলকেল্লা-ইন্ডিয়ান অয়েল সব বাদ।

— স্যার, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বাঘাযতীন, মাস্টারদা, মাতাঙ্গিনী, বিনয়-বাদল-দীনেশ, ভগৎ সিং, উধম সিং, কানাইলাল ...?
— সব বাদ। 
  পুছো মত – পুছো মত – পুছো মত।

— স্যার, সারনাথের অশোক স্তম্ভ ?
— অশোক স্তম্ভ — বাদ, মেরা স্তম্ভ।

— বেয়াদপ ছাত্রদল বলেই চলে – আমরা কী গাইব, স্যার – সারে যাহা সে আচ্ছা – বন্দেমাতরম – জন গণ মন .... ?
— নীল-জলের রাজার হুংকার — সব বাদ — সব বাদ — সব বাদ।

 

 

 অনুচর বেষ্টিত – Dr. ENTIRE EDUCATION ও অনুচরের দল চিৎকার করে ওঠে — 
  জয় হনুমান – জয় হনুমান – জয় হনুমান ....। সব শিয়ালের এক রা – হুক্কা হুয়া – হুক্কা হুয়া – হুক্কা হুয়া .... । 
  খসে পড়ে নীল-জলের প্রলেপ – শুনশান ঝা চকচকে ক্লাস রুম, ব্ল্যাক বোর্ড শূণ্য।

  আমার ভারতবর্ষ – তোমার ব্ল্যাক বোর্ড, আজ – শূণ্য, বিশাল শূণ্য। 
  নিকষ কালো অন্ধকারে, অক্ষরহীন – ব্ল্যাক বোর্ড।

 

 

 

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment