Left Front 6 December

সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের ডাকে রাজ্যজুড়ে মিছিল বামপন্থীদের (ভিডিও)

কলকাতা

শুক্রবার কলকাতায় জেলা বামফ্রন্টের ডাকে মিছিলে মহম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ। ছবি ও ভিডিও: রবীন গোলদার

সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হোক। নিপীড়ন বন্ধ করতে হবে বাংলাদেশে। সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে ভারতেও। বন্ধ করতে হবে এই কার্যক্রম।
৬ ডিসেম্বর, শুক্রবার, বাবরি ধ্বংসের দিনে রাজ্যের সর্বত্র এই দাবিতে মিছিল করল বামফ্রন্ট। উত্তরের ময়নাগুড়ি থেকে দক্ষিণে কলকাতা- সর্বত্র উঠল একই স্লোগান। কলকাতায় জেলা বামফ্রন্টের ডাকে মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টি জেলা সম্পাদক কল্লোল মজুমদার সহ নেতৃবৃন্দ। 
বামফ্রন্ট বলেছে সর্বত্র, দু’দেশেই দায়ী দুই ধর্মের মৌলবাদী সাম্প্রদয়িক শক্তি। ক্ষমতার রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করছে তারা। আক্রান্ত সীমান্তের ওপারে বা এপারে শ্রমজীবী জনতা। মেহনতির জোট শক্তিশালী করেই রুখতে হবে এই আক্রমণ।
এদিন, ময়নাগুড়ি শহরের ভোটপাট্টিতে মিছিল ও পথসভা হয়েছে।
সিপিআই(এম) রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে পাগলার হাটে হাটসভা হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোক্তাল হোসেন, এরিয়া সম্পাদক রতন কুমার রায় সহ নেতৃবৃন্দ।
জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা হয় বৃহত্তর বাম ঐক্যের ডাকে। সভাপতিত্ব করেন সিপিআইএম (এল) লিবারেশন নেতা প্রদীপ গাঙ্গুলি। বক্তব্য রাখেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, সিপিআই নেতা রাহুল হোড়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআইএম জেলা নেতা বিপুল সান্যাল আর এস পি নেতা প্রকাশ রায়, সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পীযুষ মিশ্র, বৃহত্তর বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য। 
সিপিআই(এম) মানিকচক-১ এরিয়া কমিটি ও ইংরেজবাজার শহর এরিয়া কমিটির উদ্যোগে মানিকচকের নুরপুরে ও মালদহ শহরের ফোয়ারা মোড়ে যথাক্রমে শপথ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 
সিপিআই(এম) পানিহাটি ১, ২ এবং ৩- এই তিনটি এরিয়া কমিটি যৌথভাবে মিছিল করে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড় থেকে শুরু হয় স্টেশন রোড ধরে গিয়ে সোদপুর ব্রিজ হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে তীর্থ ভারতী দিয়ে সঙ্গতি ক্লাবের মাঠে গিয়ে এই মিছিল শেষ হয়। 
মিছিলে ছিলেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর  সদস্য ঝন্টু মজুমদার, পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী, সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী। ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী। এই মিছিলে সিপিআই(এম) কর্মী সমর্থক সহ ছাত্র-যুব-মহিলারা অংশ নেন।

 

Comments :0

Login to leave a comment