শুক্রবার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়।স্থানীয় সময় ভোর ৫টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের দেশের বিভিন্ন স্থানে এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস-র তথ্যানুযায়ী, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও এই কম্পনে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Comments :0