প্রশাসনের পক্ষ থেকে প্রিসাইটিং অফিসারদের নির্বাচনী প্রশিক্ষক সভায় প্রশাসনের তরফ থেকে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারের মধ্যে পোকা কিলবিল করতে থাকে। শনিবার এই দুপুরে এই ঘটনাটি ঘটে খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রায় ৮০০ সরকারি কর্মচারী, শিক্ষক উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষন নিতে। এই ঘটনার পরই কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। জানা যায় প্রশিক্ষন চলার মাঝেই এঁদের খাবার দেওয়া হয়। খাবার হিসাবে দেওয়া হয়েছিল পেটিস। পেটিসে কামড় দিতে ভেতর থেকে পোকা বেরিয়ে আসে।
দেখা যায় এই প্যাকেটজাত খাবারের একটা অংশ সময় উত্তীর্ণ হয়ে গেছে। এই খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে যান। বিক্ষোভ শুরু হয় প্রশিক্ষনের মাঝেই। এই খবর পাওয়া মাত্রই খাতড়া মহকুমা শাসক ও জেলার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়। আর খাবার সরবরাহকারীর বিরুদ্ধে এফ আই আর করার নির্দেশ দেওয়া হয়।
Comments :0