শহীদ কমরেড শহীদুল্লাহ সরকারকে শ্রদ্ধা জানানো হলো বামনগোলায়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর সিপিআই(এম) বামনগোলা তথা মালদহ জেলার অন্যতম নেতা কমরেড শহীদুল্লাহ সরকার খুন হয়েছিলেন। কংগ্রেসী দুষ্কৃতীরা খুন করেছিল তাঁকে।
রবিবার সিপিআই(এম)’র নালাগোলা দপ্তরে পার্টির বামনগোলা ও বামনগোলা উত্তর এরিয়া কমিটির হয় স্মরণসভা। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান সিপিআই(এম) নেতা কৌশিক মিশ্র, ছবি দেব, অনিমেষ সিনহা, তরণী কান্ত সরকার, গোপাল চন্দ্র সিংহ, খগেন বর্মন, রেবারাণী রায়, সইফুর রহমান সহ দুই এরিয়া কমিটি এলাকার সিপিআই(এম) নেতা ও কর্মীরা। শ্রদ্ধা জানান বিভিন্ন গণসংগঠনের নেতা ও কর্মীরাও।
স্মরণসভায় সভাপতিত্ব করে তরণী কান্ত সরকার। শহীদ নেতার স্মৃতিচারণা করেন কৌশিক মিশ্র সহ নেতৃবৃন্দ। তাঁর লড়াইয়ের পথ অনুসরণের অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
BAMANGOLA SHAHID
শহীদ কমরেড শহীদুল্লাহ সরকারকে স্মরণ বামনগোলায়
×
Comments :0