yifat tomer-yerushalmi

বন্দিদের অত্যাচারের ভিডিও ফাঁস, শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার ইজরায়েলে

আন্তর্জাতিক

ফাঁস হয়েছে প্যালেস্তিনীয় বন্দিদের উপর ইজরায়েলি সৈন্যদের ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও। ঘরে বাইরে প্রশ্নের মুখে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ঘটনার জেরে ইজরায়েল সামরিক বাহিনীর শীর্ষ স্তরের আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইজরায়েলি সামরিক আইনজীবী ইফাত তোমের - ইয়ারুসলামী আগের সপ্তাহেই জানান, ওই ভিডিও ফাঁসের ঘটনার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি। এরপরই রবিবার  হঠাৎ করেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ কয়েক ঘন্টা ধরে তার খোঁজ করে। তারপর তাঁর খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে  জানানো হয়। বলা হয় ইয়ারুসলামীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। 
প্যালেস্তিনীয়দের বেআইনি আটক করে অত্যাচারের অসংখ্য অভিযোগ রয়েছে ইজরায়েলের বিরুদ্ধে। 
ফাঁস হওয়া ভিডিও ২০২৪ সালের। তাতে দেখা যায় , ইজরায়েলি সৈনিকরা প্যালেস্তিনীয় বন্দিদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে।  ভিডিওতে আরো দেখা যায় বন্দিদের দেহে অত্যাচারের ফলে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৫ জন সৈনিককে গ্রেপ্তার করা হয় বলে দাবি ইজরায়েলের।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘সরকারি জনসংযোগের উপর গুরুতর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
এর মধ্যে আবারো ইজরায়েল গাজার উপর বিমান হানা শুরু করেছে। পাশাপাশি লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ইজরায়েলের হামলায় একজন মৃত, বেশ কিছুজন আহত হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ২জন আহত ও ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। 
পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বারবার জানানো হচ্ছে যে এখনো বহুমানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পরে আছে। তবে তাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। এছাড়াও গাজায় বহু মানুষ ত্রাণ পাচ্ছেন না এর মধ্যেই ইজরায়েল ফের ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন কৃষিক্ষেত্র ধ্বংস করছে। পাশাপাশি বহু পোল্ট্রি ফার্মও ধ্বংস করা হচ্ছে । সেখানকার কৃষকদের তরফে জানায়নো হচ্ছে প্রায় ১৩০,০০০ লক্ষ্য ডলারের সম্পত্তি ধ্বংস করেছে ইজরায়েলিরা।

Comments :0

Login to leave a comment