Earthquake

আন্দামান-নিকোবরে ভূমিকম্প

জাতীয়

রবিবার দুপুরে ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৯০ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১২.৪৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৮৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ধরা পড়েছে ৫.৪। হঠাই এই কম্পনে দ্বীপপুঞ্জজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সরকারের তরফে সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
 

Comments :0

Login to leave a comment