SFI Kolkata

সুদীপ্ত স্মরণে রক্তদান শিবির এসএফআই কলকাতার

কলকাতা

এসএফআই কলকাতা জেলা কমিটির আয়োজনে শহীদ সুদীপ্ত গুপ্তের জন্মদিনে রক্তদান শিবির হয়। এদিন মোট ৫৬ জন রক্তদান করেন। তাঁদের স্লোগান 'ক্যাম্পাসে রাজপথে লড়ে যাওয়া হৃদয়ের টানে, অধিকার বুঝে নেওয়া সুদীপ্ত শপথের গানে'।

এসএফআই কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় বলেন, "৮ নভেম্বর সুদীপ্ত গুপ্তের জন্মদিন উপলক্ষে এসএফআই কলকাতা জেলা কমিটি প্রতিবছর রক্তদান শিবির করে। সুদীপ্ত গুপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হন। আজকের দিনেও ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে গণতন্ত্রের লক্ষে লড়াই করছে এসএফআই। ইউনিয়ন ইলেকশনের দাবিতে লড়াই করার প্রেরণা সুদীপ্ত গুপ্ত। তাই এই দিনে এই রক্তদান শিবির নিছক কোনও সামাজিক অনুষ্ঠান নয়। এটি একটি রাজনৈতিক লড়াইয়ের অংশ। এই লড়াইয়ের শপথ আমরা সুদীপ্ত সংগ্রামের নামে ২০১৩ সালের পর থেকে বর্তমানেও চালিয়ে যাচ্ছি।"
শুধু বর্তমান ছাত্র আন্দোলনের কর্মীরাই নন বহু প্রাক্তনী তৎকালীন সময় সুদীপ্ত গুপ্তের বন্ধু, সহযোদ্ধা অনেকেই এদিন রক্তদান শিবিরে এসেছিলেন। রক্তদান শিবিরে আসেন এসএফআই'র প্রাক্তন সম্পাদক মধুজা সেন রায়, এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কায্যী সহ বহু প্রাক্তন নেতৃবৃন্দ। 

এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জি বলেন, "কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রদের মত প্রকাশের অধিকারের লড়াইয়ে সুদীপ্ত গুপ্ত উজ্জ্বল নাম। সুদীপ্তদার লড়াইয়ের শপথ নিয়েই আজকেও বর্তমানে ছাত্র আন্দোলনের কর্মীরা, সুদীপ্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সুদীপ্তদাকে স্মরণ করতেই আজকের এই রক্তদান শিবির। সকাল ১১ টা থেকে রক্তদান শিবির শুরু হয়েছে। বর্তমান ছাত্র আন্দোলনের অনেক কর্মীরাই সুদীপ্ত গুপ্তকে না চিনলেও সুদীপ্ত গুপ্তের মতাদর্শকে সামনে রেখেই তারা লড়াই করছে। সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লড়াই করতে গিয়েই শহীদ হন, বর্তমানেও সেই দাবি নিয়েই লড়াই করছে এসএফআই।"

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্য করতে গিয়ে পুলিশের লাঠি আঘাতে খুন হন ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। তারপর থেকেই সুদীপ্ত সংগ্রাম নামে গোটা রাজ্য জুড়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এসএফআই।

Comments :0

Login to leave a comment