Richa Ghosh

শুক্রবার বাড়ি ফিরবেন রিচা

খেলা

গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বুধবার সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন শেফালি বর্মা ছাড়া বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটাররা। সূত্রের খবর বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি ফিরবেন হরমনপ্রীতরা। বিশ্বকাপ জয়ে রিচা ঘোষের অবদান অনস্বীকার্য। 
বাংলার গর্ব , সোনার মেয়ে রিচা এখনও দলের সঙ্গেই রয়েছেন। বাড়ি ফিরবেন শুক্রবার। সেই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা শিলিগুড়ির মানুষ। তাঁকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি। রিচার বাড়ি শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায়। সেই বাড়ি সেজে উঠেছে টুনি, পতাকা ও ব্যানারে। বাড়ি ও এলাকা সাজাতে ব্যস্ত রিচার বন্ধুবান্ধব, কোচ, পাড়ার মানুষ। 
রিচা দলের সঙ্গে থাকলেও তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ ও মা শম্পা ঘোষ বাড়ি ফিরে এসেছেন। তাঁরা বাড়ি ফিরতেই সংবাদ মাধ্যমের ভিড় জমে যায়।  তাঁরা বলেন, "আগামী ৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার শিলিগুড়ি ফিরছেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ।"

একেবারে মধ্যবিত্ত ঘরের মেয়ে। বিশ্বকাপ জয় করে বাড়ির মেয়ের ঘরে ফেরাকে সামনে রেখে শিলিগুড়ি ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাড়িতে সাজো সাজো রব। গোটা ঘোষ বাড়ি আলোয় সেজে উঠেছে। ইতোমধ্যে রিচার বাবা মায়ের সাথে সম্বর্ধনা জানানোর বিষায় জানিয়ে বিভিন্ন সংগঠনের তরফে যোগাযোগ করা হয়েছে। মাঠে বসে মেয়ের খেলা দেখেছেন রিচার মা স্বপ্না ঘোষ ও বাবা মানবেন্দ্র ঘোষ। এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাদের মেয়ে বিশ্বকাপ জয় করেছে। বলতে গিয়ে দুই চোখ জলে ভরে গেছে। 
বুধবার রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, শরীর স্বাস্থ্য ভালো রাখতেই ক্রিকেট খেলাতে ভর্তি করেছিলাম। প্রথম দিকে অনেক টিপস দিলেও, এখন খেলা দেখলে টেনশন হয়। কঠোর পরিশ্রম করেছে ও। একে একে জেলা দল, বাংলা দলে খেলার পরে ইচ্ছে হলো ভারতীয় জার্সি গায়ে তুলুক। যখন ভারতের হয়ে খেলতে নামে তখনই আমাদের গর্ব হয়। তারপর ও যে বিশ্বকাপ খেলবে, ট্রফি জিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে এসব আমরা কখনই কল্পনা করিনি। এখনও মাঝে মধ্যে মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি। 
মা স্বপ্না ঘোষের কথায়, গোটা দলটাকে দেখে গর্বে বুক ভরে যাচ্ছিলো। বিশ্বকাপটা হাতে ছোঁয়া যেন স্বপ্নপূরনের মতো। আমরা বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেয়েকে গোটা পৃথিবীর মানুষ চেনে এটাই আমাদের সবচাইতে বড় পাওনা।

Comments :0

Login to leave a comment