Banglar Dairy

‘বাংলার ডেয়ারি’ দুধের দাম লিটারে ৪ টাকা পর্যন্ত বাড়ালো রাজ্য

রাজ্য

ফের দাম বাড়ল দুধের। সরকারের মালিকানাধীন মাদার ডেয়ারির দুধের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি চার টাকা। সোমবার দুগ্ধ সরবরাহ সংস্থা মাদার ডেয়ারি লিটার প্রতি দুধের দাম ৪ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, উৎপাদন খরচ গত বছরের তুলনায় বেড়েছে। তাই দাম বাড়াতে বাধ্য হয়েছে।‌ সোমবার থেকেই এই নতুন দাম কার্যকরী হয়ে যাচ্ছে। 
জিনিসপত্রের চড়া দামে নাভিশ্বাস উঠছে আমজনতার। এর মধ্যে দুধের বর্ধিত মূল্য জনগণের সমস্যা আরও খানিকটা বাড়াবে। এর আগেও মাদার ডেয়ারি লিটারে ২ টাকার করে দুধের দাম বাড়িয়েছিল। 
বছর পাঁচেক আগে মাদার ডেয়ারির নাম বদলে করা হয়েছিল 'বাংলার ডেয়ারি’। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের হাত থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসার পরেও নাম ছিল মাদার ডেয়ারি। ২০২০ সালে সেই নামের বদল করে রাজ্য সরকার। মাদার ডেয়ারির নতুন নাম হয় ‘বাংলার ডেয়ারি’। তবে শুধুমাত্র বাংলার ডেয়ারি নয়, সম্প্রতি আমুল, মেট্রো-সহ একাধিক ব্র্যান্ডের দুধের দাম বাড়ছে। 
মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, দুধে প্রতি লিটারে ৪ টাকা করে দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে তারা। সব ধরনের দুধের ক্ষেত্রেই এই দামবৃদ্ধি কার্যকর হবে।
সুপ্রিম' দুধ এক লিটার ছিল ৫৬ টাকা। এখন অতিরিক্ত ৪ টাকা দিতে হবে।  ‘তৃপ্তি’ দুধের দাম লিটার প্রতি ছিল ৫২ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা। অর্থাৎ, ক্রেতাদের পকেট থেকে অতিরিক্ত ২ টাকা যাবে এবার থেকে।  ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধের দাম লিটারে ৪৬ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা। 
এমনিতে জিনিসপত্রের দামে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। অথচ শিশু, বাড়ির বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য মোটামুটি সকলের বাড়িতেই নিয়মিত দুধ আসে। দুধের এই দামবৃদ্ধি নিঃসন্দেহে সাধারণের উপর সেই চাপ আরও বাড়াবে।

Comments :0

Login to leave a comment