CPIM HALTU

পার্টি অফিস পুননির্মাণে বাধা পুলিশের, এলাকায় তীব্র ক্ষোভ

কলকাতা

অপরাধীদের না গ্রেপ্তার করে নস্করহাটে পার্টি অফিস পুননির্মাণের কাজে বাধা দিল পুলিশ। বুধবার রাতের অন্ধকারে হাতুড়ি, সাবল দিয়ে ভেঙে দেওয়া হয় হালতু এরিয়া কমিটির অন্তর্গত নস্করহাট উত্তর শাখার কার্য্যালয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মুখে কালো কাপড় বেধে পার্টি অফিস ভাঙছে একদল দুস্কৃতি। যেই গাড়িতে তারা এসেছিল সেই গাড়ির নম্বরপ্লেটও কালো কাপড়ে ঢাকা ছিল।

সিপিআই(এম) পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ক্ষেভ তৈরি হয়। গতকাল প্রতিবাদ সভা চলাকালিন বহু মানুষ নেতৃত্বর হাতে সাহায্য তুলে দেন পার্টি অফিস পুন নির্মাণের জন্য। এদিন সকালে অফিস পুননির্মাণের কাজ শুরু হলে তাতে বাধা দেয় কসবা থানার আধিকারিকরা। তারা দাবি করে পার্টি অফিস তৈরি করা যাবে না। সিপিআই(এম) কর্মীদের পাশাপাশি এলাকার বহু মানুষ এগিয়ে আসেন প্রতিবাদ করেন। পুলিশের সাথে শুরু হয় বচসা। কসবা থানার আধিকারিকদের কাছে এলাকার মানুষ জানতে চায় কেন পার্টি অফিস নতুন করে তৈরি করা যাবে না। কিন্তু পুলিশ কোন নথি দেখাতে পারেনি। মানুষের প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে পালায় পুলিশ।

নস্করহাট কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। প্রাক্তন কাউন্সিলর বর্তমানে ১০৮ এর কাউন্সিলর সুশান্ত ঘোষের সাথে জমি এবং সিন্ডিকেটকে কেন্দ্র করে বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না এবং বিধায়ক জাভেদ খানের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। গোটা ওয়ার্ড জুড়ে চলছে জমি লুঠ চালাচ্ছে তৃণমূল। শাসক দলের এই কাজকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এালাক জুড়ে তৃণমূলের লুঠ এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে বার বার সরব হয়েছে সিপিআই(এম)। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির লক্ষ্যেই অসাধু প্রোমোটারজমি মাফিয়ারা একাজ করেছে বলে মানুষের ধারণা। 

Comments :0

Login to leave a comment