ফিলিপিন্সে একাধিক ছোট শহরকে প্রায় ডুবিয়ে দিয়েছে এই ঝড়। এদিকে ভিয়েতনাম অতিবৃষ্টি এবং বন্যার দাপটে বিপদের মধ্যে রয়েছে। তার ওপর ‘কালমেগি’ ধেয়ে আসছে।
এই টাইফুনে ফিলিপিন্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সেবু প্রদেশ। রাস্তার ওপর দিয়ে নদী বয়ে গিয়েছে। ডুবে গিয়েছে ঘরবাড়ি। উলটে গিয়ে গাড়ি।
ফিলিপিন্সের ক্ষতিগ্রস্ত এলাকায় চব্বিশ ঘন্টায় হয়েছে পুরো একমাসের সমান বৃষ্টিপাত।
ঝড় মোকাবিলার প্রস্তুতিতে ভিয়েতনাম সরকার পাঁচটি বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একশোর বেশি উড়ানের সময় বদলাবে।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ভিয়েতনামের উপকূলবর্তী শহর কুই হনে বৃহস্পতিবার রাতে আছড়ে পড়বে এই টাইফুন।
Kalmaegi Vietnam
ফিলিপিন্স তছনছ করে ভিয়েতনামের দিকে এগচ্ছে ‘কালমেগি’
×
Comments :0