প্রায় এক মাস ধরে বিহারে একটানা নির্বাচনী সমাবেশ চলছে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে বিহারে। দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন মঙ্গলবার। রবিবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচার। দ্বিতীয় দফার নির্বাচনে ১২২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচারের শেষ দিনে সব দলের নেতারা মাঠে নামছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাসারামের ফজলগঞ্জ স্টেডিয়ামে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি জনসভা করবেন। তিনি আরওয়ালেও একটি জনসভা করবেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রোহতাস, আওরঙ্গবাদ এবং কৈমুর জেলায় জনসভা করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সীতামারহি, সমস্তিপুর, পশ্চিম চম্পারণ এবং মধুবনি এই চারটি জেলায় জনসভা করবেন। বিরোধী নেতা তেজস্বী যাদব আরওয়াল, রোহতাস, আওরঙ্গবাদ, জেহানাবাদ এবং কৈমুরে জনসভা করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিষাণগঞ্জ এবং পূর্ণিয়ায় দুটি জনসভা করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গোহ এবং মোহানিয়ায় এনডিএ প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। দ্বিতীয় দফায় বেশ কয়েকজন মন্ত্রী সুপৌল থেকে বিজেন্দ্র প্রসাদ যাদব, চাকাই থেকে সুমিত কুমার সিং, ঝাঁঝারপুর থেকে নীতিশ মিশ্র, অমরপুর থেকে জয়ন্ত রাজ, ছাতাপুর থেকে নীরজ কুমার সিং বাবলু, বেত্তিয়া থেকে রেণু দেবী, ধামদহ থেকে লেশি সিং, হরসিদ্ধি থেকে কৃষ্ণনন্দন পাসওয়ান এবং চৈনপুর থেকে জামা খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাটিহারের কাদোয়া আসন থেকে সিনিয়র আরজেডি নেতা এবং প্রাক্তন বিধানসভা স্পিকার উদয় নারায়ণ চৌধুরী, রাজ্য কংগ্রেস সভাপতি রাজেশ রাম, কংগ্রেস আইনসভা দলের নেতা শাকিল আহমেদ খান এবং সিপিআই(এমএল) আইনসভা দলের নেতা মেহবুব আলম মহাজোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রবিবার রোহতাসের কারাকাটে সিপিআই(এমএল) প্রার্থী অরুণ কুমারের সমর্থনে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে তেজস্বী যাদব বলেন, এই অসৎ সরকারকে অবশ্যই অপসারণ করতে হবে। তবেই বিহারে মা বোনের প্রকল্প বাস্তবায়িত হবে। ১৪ জানুয়ারী বিহারের সকল মহিলার অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা স্থানান্তর করা হবে। গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকা কমিয়ে আনা হবে। পেনশনের পরিমাণ ১,৫০০ টাকা করা হবে। তেজস্বী যাদবকে সুযোগ দিলেই কেবল এই সব সম্ভব।
আজ তেজস্বী যাদবের ৩৬তম জন্মদিন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে আরজেডি কর্মীরা এই দিনটি উদযাপন করেন। বিপুল সংখ্যক সমর্থক এবং কর্মী সেখানে পৌঁছে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তেজস্বী যাদব তার জন্মদিনে বিহারের সকল মানুষের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "তুমি তরুণ, কিন্তু তোমার উদ্দেশ্য সত্য এবং তোমার কথা দৃঢ়। তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক, আমাদের পরিশ্রমী, কর্তব্যপরায়ণ ভাই তেজস্বী। তুমি বিহারের যুবকদের এবং সমস্ত বিহারিদের স্বপ্নকে বাস্তবে পরিণত করো। তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।" হাজার হাজার মানুষ তার পোস্টে লাইক এবং মন্তব্য করেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন। পাটনায় আরজেডি রাজ্য অফইসর বাইরে তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়ে বেশ কয়েকটি পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারগুলিতে তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে।
তেজস্বী যাদব বলেন, "আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। এবার পরিবেশ খুবই ভালো। বিহারের মানুষ আমাদের আশীর্বাদ করছেন এবং পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রীয় মন্ত্রী, তারা ৬৫ শতাংশ সংরক্ষণের বিষয়ে কিছু বলছেন না।" তিনি আরও বলেন, "রাজ্যজুড়ে মানুষ আমাদের আশীর্বাদ করছেন এবং আমরা নিশ্চিত যে তারা পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন। তারা প্রথম দফায় একই কাজ করেছে এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায়ও একই কাজ করবে। প্রধানমন্ত্রী মোদী, যেকোনো মন্ত্রী বা এনডিএ নেতা, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের মতো বাস্তব বিষয় নিয়ে কথা বলা উচিত। প্রধানমন্ত্রী মোদী গুজরাটে কারখানার কথা বলেন, কিন্তু বিহারে বাজে কথা বলেন।’’
Bihar Assembly Elections
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তেজস্বী যাদব
×
Comments :0