Dhaka crime against women

বাংলাদেশে নারী নির্যাতন বাড়ছে উদ্বেজনক হারে, শাহবাগে ছাত্ররা

আন্তর্জাতিক

ঢাকার শাহবাগে আন্দোলনরত ছাত্রছাত্রীদের একাংশ।

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন। বাড়ছে নারীদের ওপর হিংসা, ধর্ষণ। 
নারীদের ওপর হিংসার নিরিখে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের মেয়াদকে একাংশ তুলনা করছেন বিএনপি-জামাত জোট সরকারের সঙ্গে। 
এই অংশের বক্তব্য, সেই জোট সরকারের শাসনেও এভাবে বাড়তে দেখা গিয়েছিল নারীদের ওপর হিংসা। 
নারী নিপীড়নে শাস্তির দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলন অব্যাহত রয়েছে।  রাজধানীর ৩০টি কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলনের নেমে ইউনুসের দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হয়েছেন। 
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন ছাত্রছাত্রীরা। তাঁরা জানান যে রমজান মাস চলায় শাহবাগ অবরোধ আপাতত প্রত্যাহার করা হচ্ছে। তবে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি’। 
এই ছাত্রছাত্রীদের দাবি, ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা, মেডিক্যাল রিপোর্ট তৈরি করা এবং আক্রান্ত ও সাক্ষীর সাক্ষ্য নিতে হবে। 
এদিকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে  জমি, বাড়ি ও ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের এক আদালত।
 মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মহম্মদ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন। 
এদিকে ঢাকার অদুরে টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানাটিতে প্রায় ১৩০০ শ্রমিক কাজ করেন। সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বিকালে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ছাড়েন। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ লিখিত নোটিশ দেখতে পান।

Comments :0

Login to leave a comment