Gang Raped

নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার পাঁচ

জেলা

বিয়ের অনুষ্ঠানে আসা এক নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠলো। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লক এলাকায়। জানা গেছে, সোমবার মাটিগাড়া থেকে পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে নকশালবাড়ি চা বাগান এলাকায় গিয়েছিলো নাবালিকা। অভিযোগ, বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিয়ে বাড়ির সকলের অলক্ষ্যে নাবালিকাকে জোর করে বেশ কিছু যুবক তুলে নিয়ে যায়। চা বাগানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে পাঁচজন যুবক দলবেঁধে ধর্ষণ করে নাবালিকাকে। পরের দিন মঙ্গলবার গোটা বিষয়টি নির্যাতিতা তার মায়ের কাছে খুলে বলে। এরপরেই ওইদিন রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নকশালবাড়ি থানায় লিখিতভাবে অভিযুক্ত পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতরা হলো দীনেশ, দর্পন, অনুপ, রেবাতুশ এবং আশিস। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারক ধৃতদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ধৃতরা নকশালবাড়ি চা বাগান এলাকার সাতভাইয়া ডিভিশনের বাসিন্দা। এবিষয়ে দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানান, দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের পুলিশী হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment