Mohan Bagan

লিগের রং সবুজ মেরুন

খেলা

ইতিহাস। প্রথমবারের জন্য আইএসএল লিগ শিল্ড ঘরে তুললো মোহনবাগান।
সোমবার ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হয়েছিল সবুজ মেরুন শিবির। প্রথম থেকেই খেলার উত্তেজনা ছিল চরমে। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। ২৮ মিনিটে লিস্টান কোলাসোর করা গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর কিছুটা ঝিমিয়ে পড়ে মুম্বাই। দ্বিতীয় অর্ধে খোলস ছেড়ে মাঠে নামলেও গোলের খাতা তারা খুলতে পারেনি।
৮০ মিনিটে কামিংসের গোলে ফের এগিয়ে যায় মোহনবাগান। তারপর ৮৬ মিনিটে গোল শোধ করে মুম্বাই।


এদিন গোটা যুবভারতী সবুজ মেরুন পতাকায় ঢেকে গিয়েছিল। প্রায় ষাট হাজার দর্শকের সামনে লিগ জিতল মোহনবাগান। নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করল সবুজ মেরুন ব্রিগেড। অসুস্থতা কাটিয়ে ডাগআউট থেকে দলের খেলা পরিচালনা করেন কোচ হাবাস।
এখনও এরপরে বাকি রয়েছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের মতন আইএসএল এর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খেলা। মোহনবাগানের আগামী লক্ষ্য যে আইএসএল এর খেতাব ধরে রাখা তা খেলোয়ারদের কথায় স্পষ্ট।

Comments :0

Login to leave a comment